লাভ মেসেজ
১, ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা
এ ভাবেই ভুলবে যদি পরালে কেন মালা ।
২, অনেক কথা বলার ছিল আজকের এই রাতে
এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে ।
৩, চাইলেই কি আর পাওয়া যায় ফুলের মতন মনটা
তোমরা যদি ভ্রমর হয়ে পান করে যাও মধুটা
কোন দিন কি জেনেছ তুমি আমার মনের কথা
ভালোবাসা যত না দিলে, বেশী দিলে ব্যাথা ।
৪, আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে,
আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
৫, কত ছলে কত বলে তোমার কাছে আসি,
তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।
৬, আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য,
ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।
৭, এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে?
আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
৮, আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো!
বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।
৯, হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে,
ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
১০, যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার,
ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
১১, তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি,
নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
১২, কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।
১৩, আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা,
আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা।
১৪, ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে,
আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
১৫, লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা,
তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
0 Comments