লাভ মেসেজ

 লাভ মেসেজ 








১,রাগলে তোমার মুখ খানা, হয়ে যায় সিঁদুর রাঙা

কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা । 


২, মাঠে ঘাটে চুপিচুপি আর ভালো লাগে না

ফুলশয্যা কবে হবে, সেটা বলো না…।


৩, তোমার চুড়ির রিনিঝিনি, পায়েল বাজে পায়

তোমার রূপের ছটায় আমার নয়ন পুড়ে যায় ।

 

৪,প্রেমের জালা বড় জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন

মেটে না তো সে জ্বালা আসে যত ফাগুন ।


৫, প্রেমের ভাষা যায় না বোঝা যদি না প্রেমে পড়ো

জানতে যদি চাও ওগো প্রেম সাগরে ডুবে মরো ।


৬, প্রেমের সাথী চির সাথী, থাকে চিরকাল

সাদা নয় প্রেমের রং , রং যে তার লাল ।


৭,  রাগ করো না প্রিয়া, তোমায় বড় ভালো বাসি

তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি ।


৮, চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে,

ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে ।


৯, ফুল ফুটেছে কত জানি, তোমার ওই হাসিতে

কত প্রেমিকই না মরেছে, ওই পাগল করা রুপেতে ।


১০,  মনের কথা বলি কারে, মনের মানুষ পাই না

যাকে বলবো ভাবি, বলা তো আর হয় না ।



১১,  কত রাত জেগেছি তোমার কথা ভেবে

কবে বলো আমায় তুমি আপন করে নেবে ।


১২,  আজ এই সময় আমার থাকবে মনে,

তোমার আমার মিলন হলো এই শুভ ক্ষনে ।

১৩,  তোমার মত আমি যদি পেতাম জীবন সাথী,

আমার চেয়ে কে আর বলো হতো বেশী সুখী ।


১৪,  চাইলেই কি মনের মত মনকে সবাই পায় ?

জীবন খাতায় অনেক কিছুই শুন্য রয়ে যায় ।


১৫,  কত তোমায় চিঠি দিলাম, দিলে না কেন জবাব

এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব ।

১৬,  কত রাত জেগেছি তোমার কথা ভেবে

কবে বলো আমায় তুমি আপন করে নেবে ।

১৭,  মনের কথা বলি কারে, মনের মানুষ পাই না

যাকে বলবো ভাবি, বলা তো আর হয় না ।

Post a Comment

0 Comments